শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯ পৌষ ১৪৩১ ।। ৩ রজব ১৪৪৬

শিরোনাম :
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার মাহফিলে শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন প্রবীণ আলেমেদ্বীন মাওলানা রফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকা জরুরি গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার

ইসলামি বইমেলায় 'মাকাসিদুশ শরীআহ' ও 'প্রাচ্যবাদ' গ্রন্থের পাঠ উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও ইসলাহি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির, লেখক ও গবেষক ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী রচিত ইলমি জগতে আলোড়ন সৃষ্টিকারী গবেষণা গ্রন্থ 'মাকাসিদুশ শরীআহ' ও 'প্রাচ্যবাদ' বই দুটির পাঠ উন্মোচন হয়েছে।

শনিবার (৩নভেম্বর) বিকাল ৪টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন বইমেলা মঞ্চে এ পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন ও সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আবদুল গাফফারের সঞ্চালনায় বই দুটির পাঠ উন্মোচন করেন ঢাকার মাদরাসাতুল হুদার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক নদভী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাসিক মদীনা সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী, ডক্টর মাওলানা একেএম মুহিব্বুল্লাহ কাসেমী, ডক্টর মাওলানা মিজানুর রহমান কাসেমি, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি শাঈখ মুহাম্মাদ উসমান গণী, মাওলানা সৈয়দ শামছুল হুদা, রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী দেওয়ান মাহমুদুল হাসান তুষার, মুফতি জুবায়ের আহমদ, মুফতি মুআবিয়া আল-হাবিবী, মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা, মুফতি হাফিজুল হক ফাইয়াজ প্রমুখ।

স্বাগত বক্তব্যে বইদ্বয়ের লেখক ডক্টর ফারুকী বলেন, আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানে 'মাকাসিদুশ শরীআহ' একটি মাইলফলক। 'মাকাসিদুশ শরীআহ’ ইসলামী জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা হিসেবে আজ মুসলিম বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে পঠিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশের ইলমী হালকা তথা দীনি মাদরাসাগুলোতে এখনো এ বিষয়ে গবেষণা ও পঠন-পাঠন শুরু হয়নি। অথচ শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তা’লীম, তাযকিয়াহ ও সিয়াসাতের কাজ আঞ্জাম দিতে ‘মাকাসিদুশ শরীআহ’র ইলম অতীব গুরুত্বপূর্ণ। তাছাড়া শরীআহ’র কোনো মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হলে ‘মাকাসিদুশ শরীআহ’ বা শরীআহ’র মূল লক্ষ্য-উদ্দেশ্য জানা আবশ্যক।'

তিনি আরও বলেন, মাকাসিদুশ শরীআহ বইটির ভূমিকা লিখেছেন শাইখুল হাদীস মাওলানা জুনায়েদ বাবুনগরী রহ., মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর মুহাম্মদ আবুল লাইছ খায়রাবাদী।

অপর দিকে 'প্রাচ্যবাদ' বইটির ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। তারা বই দুটি বিশ্ববিদ্যালয়ের ধর্ম অনুষদ এবং মাদরাসার তাখাসসুসাতে সিলেবাসভুক্ত করার আহবান জানিয়েছেন বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ