শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||

প্লে-গ্রুপ ও নার্সারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত মোট সাত শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন রচনা করেছেন "ইসলাম ও আরবী শিক্ষা" নামের একটি সিরিজ পুস্তক। সাত শ্রেণীর জন্য সাতটি পুস্তক।

কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুলসমূহের বিদ্যমান সিলেবাস বহাল রেখেই শুধু ২০ থেকে ৩০ মিনিটের একটি ঘণ্টায় ইসলাম ও আরবী শিক্ষা নামের এ পুস্তকটির পাঠদান সম্ভব।

প্রতিটি পুস্তকে সংশ্লিষ্ট পুস্তকটি কীভাবে পাঠদান করা হবে, প্রতিদিন কতটুকু করে পাঠদান করা হবে সব দিক-নির্দেশনা দেওয়া রয়েছে।

শিশু-কিশোরদের ইসলামী জ্ঞান প্রদানের লক্ষ্যে অনেক প্রকাশনীই বিভিন্ন নামে পুস্তক প্রকাশ করেছেন। তবে মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব রচিত এ সিরিজ পুস্তকে বিচ্ছিন্নভাবে ইসলামের বিভিন্ন তথ্যের সমাবেশ না ঘটিয়ে ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস, মৌলিক ইবাদত, জরুরি মাসআলা-মাসায়েল, জরুরি আখলাক ও তাহযীব তামাদ্দুনের বিষয়গুলোকে সন্নিবেশিত করার প্রয়াস গৃহীত হয়েছে, যা শিশু-কিশোরদের ইসলামী যেহেন গঠন ও ইসলামের মৌলিক বিষয়াদির জ্ঞানে সমৃদ্ধ হওয়া ও তদনুসারে ইসলামী জীবন গঠনের সহায়ক হবে। তদুপরি এ পুস্তকে আরবী ভাষায় প্রাথমিক পর্যায়ের কথোপকথন শিক্ষা দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে বহুবিধ উপকারে আসবে।

পুস্তকটির ভাষা সহজ ও সাবলীল এবং বর্ণনা সংক্ষিপ্ত। এটি শিশু-কিশোরদের মেধার উপযোগী এবং সহজে অধীত বিষয় আয়ত্ব করার অনুকূল।

এ সিরিজ পুস্তক থেকে কাঙ্ক্ষিত ফায়দা অর্জন করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার বিশেষ ভূমিকা থাকবে। এ সিরিজ পুস্তকগুলোর শিক্ষক-শিক্ষিকার কুরআন তিলাওয়াত অবশ্যই শুদ্ধ থাকতে হবে এবং তাদের প্রাথমিক পর্যায়ের আরবীতে কথোপকথনের যোগ্যতা থাকতে হবে। লেখক মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব বলেছেন, কওমী মাদ্রাসা ফারেগ শিক্ষক-শিক্ষিকা অধিকতর উপযোগী হবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ