|| হাসান আল মাহমুদ ||
কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের নামে একটি প্যাড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়ানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যানসহ স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং ভিত্তিহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) অফিস সম্পাদক মু: অছিউর রহমান আওয়ার ইসলামকে জানান, ছড়ানো এই বিজ্ঞপ্তিটা হাইয়াতুল উলয়ার নয়।
তিনি বলেন, কে বা কারা প্রতিষ্ঠানের নামে জালিয়াতি করে ছড়িয়েছে তা আমাদের বোধগম্য নয়।
তবে তিনি যোগ করে বলেন, সভায় বোর্ডের সম্মানিত সদস্যদের নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের নিন্দা প্রস্তাব পাশ এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটা সত্য।
অছিউর রহমান জানান, মিটিংয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়ার কথাও হয়েছিল, তবে তদন্ত কমিটি অনুরোধ করেছেন, আপাতত বিজ্ঞপ্তি প্রকাশ না করতে। যারা মানববন্ধন করেছেন, আগে তাদের সাথে বসবেন তারপর পদক্ষেপ যা নেওয়ার অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানানো হবে।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা হাসিব টাওয়ারে সংস্থাটির অফিসে ওই দিন সকাল ১০টায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান’র সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সভায় দাওরায়ে হাদিসের আসন্ন কেন্দ্রীয় পরীক্ষা এবং সমন্বিত বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, ৬ বোর্ডের সভাপতি সেক্রেটারি মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা এনামুল হক, প্রতিনিধিবৃন্দ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতি মনসুরুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী, মাওলানা আনওয়ারুল করীম, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশীদ, মাওলানা নূরুল হুদা ফয়েজি, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদি, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
হাআমা/