মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
শিক্ষা, দা'ওয়া, সেবা; আমাদের প্রতিজ্ঞা এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক সংস্থা শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার ছালানা ইজলাছে আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উক্ত ক্যাম্প শুক্রবার সকাল থেকে পরদিন পর্যন্ত চলমান থাকবে। এতে প্রাথমিক চিকিৎসার ঔষধপত্রাদি বিনামূল্যে প্রদান করবে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজারের অভিজ্ঞ ডাক্তার মোঃ আব্দুল মজিদ সহ আরও অনেকেই।
ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী বলেন, ফাউন্ডেশন মূলত শিক্ষা, দা'ওয়া ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষে গঠিত হয়েছে। ফাউন্ডেশন ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করেছে। আগামীতেও বেশ কিছু কার্যক্রমের পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক সেগুলোও সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কোরআন-সুন্নাহ ভিত্তিক ব্যক্তি ও সমাজ গঠন করা এবং বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে মানবতার সেবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন, শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সালফে সালিহীনের কর্ম পন্থা অবলম্বর করে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্য পরিচালনা আমাদের নীতি।
কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, মনুষ্যত্বের সঠিক বিকাশ, মানবীয় সকল যোগ্যতার সঠিক ব্যবহার, সুষ্ঠ সমাজ গঠন, ইহ-পরকালের শান্তি, স্বস্তি, মুক্তি ও সাফল্যের জন্য ইলমে দ্বীন চর্চার বিকল্প নেই। ফরজ পরিমাণ ইলম অর্জন, কোরআন তিলাওয়াত বিশুদ্ধকরণ, উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাগার প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কাজ করছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন।
বরুণা মাদরাসার ছালানা ইজলাছে আগত মুসল্লিদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ঔষদপত্রাদি গ্রহণের জন্য আহবান জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী।
হাআমা/