বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ পৌষ ১৪৩১ ।। ২ রজব ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকা জরুরি গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার আজ ঐতিহাসিক লংমার্চ দিবস, সেদিন আমি যা দেখলাম চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীতে ওয়াজ মাহফিল ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’ খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠিত মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি চুয়াডাঙ্গায়

সাদপন্থী নেতা উসামা ইসলাম ‘আল-মারকাজুল ইসলামী’র ইফতা বিভাগের ছাত্র নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাদপন্থী নেতা মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর প্রাতিষ্ঠানিক ছাত্র নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর নায়েবে মুফতী রুহুল আমিন নান্দাইলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আল-মারকাজুল ইসলামী’র দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে বিজ্ঞপ্তিটির সত্যতা নিশ্চিত করেছে আওয়ার ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ এর দায়িত্বশীলগণ বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে, বাংলাদেশের সাদিয়ানীদের গুরু মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা নিজেকে আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই.) এর ইফতা বিভাগের ফাযেল বলে দাবি করে থাকে। তার এ দাবি সঠিক নয়। বাস্তবতা হচ্ছে, ১৪২৫-২৬ হিজরী / ২০০৪-২০০৫ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার পর সে ভর্তি হতে আসে। যদ্বরুণ তাকে ভর্তি করা হয়নি। পরবর্তীতে মুফতী শহিদুল ইসলাম (রাহ.)-এর সুপারিশক্রমে তাকে সামা'আতের সুযোগ দেয়া হয়। এজন্য ভর্তি রেজিষ্টারে তার নাম নেই। সে সামা'আতের ক্ষেত্রেও ছিল চরম গাফেল। আবাসিক ছিলো না। একদিন আসলে তিন দিন আসতো না।’

এতে আরো বলা হয়, ‘সুতরাং উসামা বিন ওয়াসিফ কর্তৃক আল-মারকাজুল ইসলামী -এর ইফতা বিভাগের ফাযিল হওয়ার দাবি কর্তৃপক্ষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। আশা করি উক্ত ঘোষণার পর সে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকবে। সাথে সাথে তার দ্বারা কেউ প্রতারিত হবেন না।’

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ