শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

চলছে নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ- ছবি: নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে চলছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিশু শিক্ষায় নূরানীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পরিচালক  মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে নুরানী মাদরাসা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইসলামের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন- তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, খুলনা নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক আবু মোরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ, নুরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসহাক মামুন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, ইকরা নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, নুরানী তালিমুল কুরআন বোর্ড সিলেটের চেয়ারম্যান মাওলানা বশির আহমদ, নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হোসাইন, বার্তা ২৪ ডটকমের এসিস্টেন্ট এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতি আব্দুল্লাহ তামিম প্রমুখ।

জানা গেছে, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষা গত ৩০ নভেম্বর (শনিবার) দেশব্যাপী একসঙ্গে শুরু হয়। চলে ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে অংশ নেয় ৭২ হাজার ২ শ ৩০ জন ছাত্র-ছাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ