|| হাসান আল মাহমুদ ||
আরবি ভাষায় ভারত উপমহাদেশের হানাফি ৫৯৬৮ আলেমদের জীবনী লিখলেন দেশের অন্যতম শীর্ষি আলেম জামিয়া রাহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা’র প্রধান মুফতি বিশিষ্ট লেখক মুফতি হিফজুর রহমান।
আরবি ভাষায় রচিত এ গ্রন্থটির নাম أعلام السادة الحنفية في شبه القارة الهندية ‘আ’লামুস-সাদাতিল হানাফিয়্যাহ ফি ক্বরাতিল শিবহিল হিনদিয়্যাহ’। গ্রন্থটি মাকতাবায়ে শাইখুল ইসলাম প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে গত ২৬ ডিসেম্বর।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) গ্রন্থটির রচয়িতা মুফতি হিফজুর রহমান আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! মেহনতের ফসল আমার এই কিতাব। তিন আগে ছাপা হয়ে গ্রন্থটি আমার হাতে আসে। আল্লাহর দরবারে বহুত শুকরিয়া।
তিনি আরও জানান, গ্রন্থটি বৃহত্তর ভারত উপমহাদেশের হানাফী রিজালকে নিয়ে আরবী ভাষায় রচিত, তাতে ৫৯৬৮ জনের জীবন বৃত্তান্ত এবং তাদের তাসনীফ ও অবদান উল্লেখ করা হয়েছে, যা প্রায় ৮ হাজার পৃষ্ঠা ও ১৫ খন্ডে সমাপ্ত।
উল্লেখ্য, গ্রন্থটি পাওয়া যাচ্ছে: মাকতাবায়ে শাইখুল ইসলাম, জামিআ রাহমানিয়া আজিজিয়া, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল: ০১৭১৬-৩২৯৮৯৮।
হাআমা/