শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ ।। ২০ পৌষ ১৪৩১ ।। ৪ রজব ১৪৪৬

শিরোনাম :

জমে উঠেছে ময়মনসিংহের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান ,ময়মনসিংহ প্রতনিধি:

বইপ্রেমি ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে ময়মনসিংহের ইসলামি বইমেলা।আগ্রহী পাঠকদের পদচারণায় স্টলগুলোতে বাড়ছে বিক্রিবাট্টা। সিরাত চর্চা ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্রে'র আয়োজন এবং অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় ১০ দিনের এই মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত শুধুমাত্র নারী ক্রেতারা বই কেনার সুযোগ পাবেন। মেলায় সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিনই বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থীর সংখ্যা।

বইমেলার অন্যতম উদ্যোক্তা মুফতি আমীর ইবনে আহমদ জানান, মেলার বিভিন্ন পর্বে প্রতিদিন উপস্থিত থাকছেন দেশের শীর্ষ আলেম, লেখক ও গবেষকরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নগরীর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শনে আসেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আজ বুধবার (১ জানুয়ারি) মুহাদ্দিস ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ (বার্তা ২৪), ঢাকা মেইল বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের কবি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিন ইকবাল লেখক কর্নারে উপস্থিত ছিলেন।

এর আগে মেলায় এসেছিলেন লেখক শরীফ মুহাম্মদ, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও লেখক আলী হাসান তৈয়ব।

এ ছাড়া মেলায় থাকছে আলোচনা সভা ও জনপ্রিয় শিল্পীদের নাশিদ পরিবেশনা।মেলায় ৭০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। স্টল রয়েছে ৬৮টি। মেলায় বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার মানুষ আসছেন। ঘুরে ঘুরে মেলায় বই দেখছেন, কিনছেন পছন্দের বই।

মাদরাসা শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল, কলেজ ও সাধারণ পাঠকদের আকৃষ্ট করার মতো পর্যাপ্ত বই রয়েছে মেলায়।

বাতায়ন পাবলিকেশনের স্টলে বিক্রেতা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বছরের শেষ দিকে স্কুল ও কলেজ বন্ধ। এই সময়ে পাঠকের আনাগোনা কম। তবুও কেনাবেচা ভালোই চলছে। তবে আরও বেশি প্রচারণার দরকার ছিল।

রুহামা পাবলিকেশনের বিক্রয়কর্মী মো. মাহদী হাসান বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই পাঠক বাড়ছে। পাঠক আসছে, বই দেখছে। আশা করছি মেলার শেষ ভাগে কেনাবেচা বাড়বে। তবে এখনও বেচাকেনা একেবারে মন্দ না। প্রতিদিনই মেলা নিয়ে প্রচারণা চলছে, এতে মানুষের আগ্রহ বাড়ছে।

বইমেলার অন্যতম উদ্যোক্তা মুফতি আমীর ইবনে আহমদ আরও বলেন, ইসলামি বইমেলার মাধ্যমে সমাজের সর্বস্তরে জ্ঞানের শুদ্ধ আলো ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।আশা করি, সব শ্রেণীপেশার মানুষ আগ্রহ-উদ্দীপনা নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ