বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ পৌষ ১৪৩১ ।। ২ রজব ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকা জরুরি গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার আজ ঐতিহাসিক লংমার্চ দিবস, সেদিন আমি যা দেখলাম চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীতে ওয়াজ মাহফিল ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’ খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠিত মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি চুয়াডাঙ্গায়

‘বিগত সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত সরকারের নিপীড়নের ঘটনা প্রবাহ থেকে  দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোন শিক্ষা না নিয়ে তারা নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি ভেবে ফ্যাসিস্টদের মতো কাজ করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের ন্যায় চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সিন্ডিকেট ও হাট-বাজার-বাসস্ট্যান্ড দখল, ব্যবসার কমিশন দাবি, অপরের জমির ধান কেটে নেয়ার মতো অভিযোগ উঠেছে । এগুলো প্রমাণ করে কোন কোন রাজনৈতিক দল নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দুঃখজনক ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে প্রতারণা ।

আজ ৩০ ডিসেম্বর, দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম ও ছাত্র নেতা ইউসুফ আহমাদ মানসুর প্রমূখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, জনগণের বন্ধু ও সেবক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্য পুলিশ ঘুষ গ্রহণ করলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি পাবে। সাধারণ নিরীহ মানুষ হয়রানির শিকার হবে। বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে। আদালতে বিচারের ক্ষেত্রে মানুষের অপেক্ষার সময় বৃদ্ধি পাবে। চুরি-ডাকাতি, ছিনতাই ও খুন-ঘুমের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পাবে। দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি টেন্ডারবাজি সিন্ডিকেট জনগণের রক্ত চুষে নিবে। ৫ আগস্ট পরবর্তী  দেশের মানুষ এগুলো আর দেখতে চায় না। দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। তাঁরা অধিকারের জন্য যে কোন সময়ে রাস্তায় নেমে আসতে প্রস্তুত।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, পুলিশের ঘুষ দুর্নীতি বন্ধ না হলে সমাজে বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ যেমন করতে পারে তেমনি 'মব জাস্টিস' এর মতো দুঃখজনক ঘটনা ঘটনারও আশঙ্কা দেখা দেয় ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ