মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল গণী ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) মনোহরনগর (মনারগাঁও) জামে মসজিদে মৌলভীবাজারের বিভিন্ন মাদরাসার শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। তন্মধ্যে জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা, দারুন নাজাত ক্বওমী মাদরাসা, জামিয়া ইসলামিয়া কালিয়ারগাঁও, মাদরাসায়ে আহলিয়া সিরাজনগর ও তালিমুল কুরআন রশীদিয়া মাদরাসা পশ্চিম ভাগলপুর উল্লেখযোগ্য।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা শুয়াইব বিন মুসলেহুদ্দীন ও হাফিজ মাওলানা আতাউর রহমান।
মোট ৩ গ্রুপে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করে এনামুল হাসান (দারুন নাজাত কওমী মাদ্রাসা), ১০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করে রাকিব আল হাসান (জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা) ও ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করে সিয়াম খানঁ (জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা)।
মনারগাঁও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাওলানা শুয়াইব আহমদের সঞ্চালনায় প্রতিযোগিতা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদ উল্লাহ খান।
বিশেষ অতিথি জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান, পশ্চিম ভাগলপুর তালিমুল কুরআন রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার আহমদ, আলহাজ্ব জোয়াদ মুন্সী আদর্শ নূরানী মাদরাসার মুহতামিম মাওলানা সারওয়ার কবির, পশ্চিম ভাগলপুর তালিমুল কুরআন রশিদিয়া মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মঈনুদ্দীন(মাহী)।
অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম, ফাউন্ডেশনের দায়িত্বশীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকউপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন পরিচালক মাহবুবুর রহমান বলেন, আব্দুল গণী ফাউন্ডেশন মূলত কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতি বছর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে যে যেভাবে শ্রম দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
কেএল/