দেশের পার্বত্য জেলাসহ বিভিন্ন দুর্গম এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশে দাঁড়ালেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ ও তার টিম এইচসিএসবি।
সোমবার বান্দরবানের বিভিন্ন উপজেলায় ১১০টি ম্রো পরিবারকে কম্বল, খাবার, সম্মানসূচক গামছা প্রদান করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
এর আগে, পার্বত্য অঞ্চলে চাকমা, মারমাসহ কয়েকটি উপজাতিকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও সেনেটারি সহায়তা প্রদান করেছে সংস্থাটি।
সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই-বোনদের সেবা প্রদান করেছি।
সহ-সভাপতি মুহসিন বিন মুঈন জানান, আমরা এবছর কুড়িগ্রাম নাগেশ্বরী, নাটোরের সিংড়া, লালমনিরহাটের কালীগঞ্জ, তিনবিঘা করিডোর, আঙ্গুরপোতা, দহগ্রাম, গুচ্ছগ্রামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের কয়েক হাজার কম্বল বিতরণ করা করেছি।
এছাড়াও আগামী ৩ ও ৪ জানুয়ারি নীলফামারীর ডিমলা ও বগুড়ার সারিয়াকান্দী এবং ধারাবাহিকভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১০ হাজার কম্বল বিতরণের কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
এনএ/