সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ ।। ২২ পৌষ ১৪৩১ ।। ৬ রজব ১৪৪৬

শিরোনাম :
ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ লাইভে এসে মুজিব ও জিয়া প্রসঙ্গে যা বললেন মেজর ডালিম ‘দেওবন্দের মূলনীতির ওপর যতোদিন থাকবে, ততোদিন পথ হারাবে না বেফাক’ রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বই লিখেছেন মাওলানা আবু সাবের আবদুল্লাহ ‘জুলাই-আগস্ট বিপ্লবে ইসলামপন্থিদের অবদান অস্বীকারকারীরা ফ্যাসিবাদের দোসর’ শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে ২২ জন প্রার্থীর ১৫টি পদে মনোনয়নপত্র জমা ময়মনসিংহে ইসলামী বইমেলায় অর্ধ কোটি টাকার বই বিক্রি ভারতে পালানোর সময় হিলি ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার দ্বীনের পথে অবিচল থাকার দোয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সম্পাদক আলী

প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকী ভট্টাচার্যের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন।

তিনি ড. ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান। তার মতে, জাতির প্রতি ডা. জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার।

শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দশ্য করে এই পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন: আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপে আনন্দিত হবে। কারণ দেশবাসী তার কাছে চিরঋণী।

এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই একমাত্র নেতা, যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন।

তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা আশা করি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এ জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃৎকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।

পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টারও যুক্ত করেছেন পিনাকী। ওই পোস্টারে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও ড. কনক সরওয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়।সেই বার্তায় বলা হয়:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে। এ দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং চিকিৎসাসেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন। অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ