সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ ।। ২২ পৌষ ১৪৩১ ।। ৬ রজব ১৪৪৬

শিরোনাম :
লাইভে এসে মুজিব ও জিয়া প্রসঙ্গে যা বললেন মেজর ডালিম ‘দেওবন্দের মূলনীতির ওপর যতোদিন থাকবে, ততোদিন পথ হারাবে না বেফাক’ রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বই লিখেছেন মাওলানা আবু সাবের আবদুল্লাহ ‘জুলাই-আগস্ট বিপ্লবে ইসলামপন্থিদের অবদান অস্বীকারকারীরা ফ্যাসিবাদের দোসর’ শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে ২২ জন প্রার্থীর ১৫টি পদে মনোনয়নপত্র জমা ময়মনসিংহে ইসলামী বইমেলায় অর্ধ কোটি টাকার বই বিক্রি ভারতে পালানোর সময় হিলি ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার দ্বীনের পথে অবিচল থাকার দোয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সম্পাদক আলী ‘চাঁদাবাজী-দখলবাজী করে জুলাই আগস্টের বিপ্লবকে কলঙ্কিত করার পায়তারা চলছে’

আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না : জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না। এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে।

কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নাটোর শহরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা।

ডা.শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা-খালুর পিছনে দৌঁড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে।

এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই, যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্নবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে। আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমীর অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ