মায়ের সুখের জন্য অতুলনীয় ভালোবাসার নিদর্শন দেখালেন ছেলে আব্দুল আহাদ। তিনি পাকিস্তানের বাসিন্দা। যিনি ১৮ বছর ধরে বাবার মৃত্যুর পর একা হাতে মাকে লালন-পালন করেছেন।
সম্প্রতি একটি বিশেষ সিদ্ধান্ত নেন-মায়ের দ্বিতীয় বিয়ে করানোর ব্যবস্থা। সমাজের নানা বাধা সত্ত্বেও তিনি তার মায়ের জন্য সঙ্গী খুঁজে দিতে উদ্যোগী হন, যাতে মায়ের জীবন আর একা না কাটে।
ভিডিওতে দেখা যায়, আব্দুল আহাদ তার মায়ের বিয়ের অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরছেন। যেখানে মা তার সন্তানের এই সহানুভূতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
মায়ের ভাষ্য অনুযায়ী, ‘আমার সন্তানরা সবসময় আমার পাশে ছিল। সন্তানরা আমার শক্তি, আমার আশীর্বাদ। ওদের জন্যই আমি জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি।’
এখন পর্যন্ত ভিডিওটি সমাজমাধ্যমে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ৬৫ হাজারেরও বেশি লাইক পড়েছে। তরুণের এই মহৎ কাজে সমাজের নানা অংশের মানুষ প্রশংসা জানিয়েছেন।
আব্দুল আহাদ সত্যিই প্রমাণ করেছেন যে, পরিবার ও সম্পর্কের গুরুত্ব কখনোই হারায় না, বরং সময়ের সাথে আরও গাঢ় হয়।
হাআমা/