ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলাম একদিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলিম জাতিকে সব দ্বিধা-দ্ব›দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন। সেটি হলো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, জনগণকে জুলুম, অত্যাচার, ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই ও দিনের ভোট রাতে করে নয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভ‚ইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আরএইচ/