রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ ।। ২০ পৌষ ১৪৩১ ।। ৫ রজব ১৪৪৬

শিরোনাম :
কাল বেফাকের মজলিসে শূরার বৈঠক সেভেন সিস্টার্সকে বাঁচাতে ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে: সারজিস ইসলামে নারী শিক্ষার বিকল্প নেই: মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী ‘ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে’ কুরআন ও হাদিসের আলোকে মাহে রজবের ফজিলত ও বিধান বরিশালে ৩ দিন ব্যাপী নূরানী মুআল্লিমদের জোড় ১৪ জানুয়ারি প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা নতুন শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণ করবে খেলাফত আন্দোলন সাদপন্থীদের বিচার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ‘হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই’

শিল্পী আহনাফ খালিদের অবস্থা উন্নতির দিকে, বিশেষ দোয়ার আবেদন কলরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কলরবের জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ

|| হাসান আল মাহমুদ ||

জনপ্রিয় শিল্পীগোষ্ঠী কলরবের আহনাফ খালিদ লাইফের শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন স্বাভাবিক নিঃশ্বাস চলছে। ডাক্তার তাকে পরীক্ষামূলক জিজ্ঞাসা করেছেন কেমন আছো? ও বলেছে আলহামদুলিল্লাহ। আহনাফ খালিদ ডাক্তারের সাথে হালকা কথা বলেছেন।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধায় কলরবের নির্বাহী পরিচালক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি জানান, শুকরিয়া মহান রবের প্রতি আলহামদুলিল্লাহ। আহনাফ খালিদের অবস্থা এখন ভালোর দিকে।

এসময় তিনি দেশবাসীর কাছে আহনাফ খালিদের সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন করেন।

পড়ুন: মুমূর্ষ অবস্থায় আহনাফ খালিদ, দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা কলরব শিল্পীগোষ্ঠীর

এর আগে গতকাল (শনিবার) রাজধানীর  শান্তিবাগে বি এন কে হসপিটাল লিঃ-এ ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পড়ুন: কলরব শিল্পী আহনাফ খালিদ লাইফ সাপোর্টে

এদিকে আহনাফ খালিদের জন্য পুরো কলরব টিমসহ অনেক আপনজন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে।

প্রসঙ্গত, আহনাফ খালিদ শুক্রবার রাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ৪ টার দিকে বাইকে করে একা সে বাসায় ফিরছিলো। বাইকেই তার একসিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। শনির আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে তার একসিডেন্টটা হয়েছে। তখন তার সাথে কেউ ছিলো না। একসিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ