ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২ দিনে ইসরায়েলি বিমান হামলায় ১৪০ জন মারা গেছেন।
শনিবার ( ৪ জানুয়ারি ) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজায় গত ২ দিনে ইসরায়েলের বিমান হামলায় প্রায়ং ১৪০ জন মারা গেছেন। যাদের মধ্যে শুক্রবার ( ৩ জানুয়ারি ) ৬১ জন ও বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) ৭৭ জন মারা গেছেন।
অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাঃ হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলের আটক করা গাজার স্বাস্থ্যসেবা খাতকে "নিশ্চিহ্ন" করার বৃহত্তর প্রচেষ্টায় "গণহত্যার অভিপ্রায়" এর প্রতীক।
বিনু/