শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

নতুন শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণ করবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণের জন্য ৫ সদস্যবিশিষ্ট পাঠ্যপুস্তক নিরীক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কতৃক ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রণীত সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণের মাধ্যমে এসব পাঠ্যপুস্তকে কোন অসঙ্গতি, ইসলামবিরোধী, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোন আধেয় আছে কিনা তার উপর বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ শনিবার (০৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) মাসিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা হাজী ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জনাব রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সুলতান মহিউদ্দিন,  মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, জনাব আবুল হাসান শাহজাহান, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি ইলিয়াস মাদারীপুরী, জনাব আতিকুল ইসলাম, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, হাফেজ আবুল কাশেম, হাফেজ অলিউল্লাহ, মুফতি আখতারুজ্জামান আশরাফী,  মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি আল আমিন প্রমুখ ।

পাঠ্যপুস্তক নিরীক্ষণ কমিটিতে রয়েছেন মাওলানা এহতেশামুল হক উজানী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মোফাচ্ছির হোসাইন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ প্রমূখ। কমিটি প্রয়োজনে যে কারও সহায়তা নিতে পারবে বলে অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জানুয়ারি মাসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সাংগঠনিক সফর, রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের প্রস্তাবনার উপর আলোচনা সভা আয়োজন ইত্যাদিসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ