মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ ।। ২২ পৌষ ১৪৩১ ।। ৭ রজব ১৪৪৬


ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন::

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে ২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় রাজধানী ঢাকার আশকোনার হজ্জক্যাম্প মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভায় এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (পিডি) এ এস এম শফিউল আলম তালুকদার (যুগ্ন সচিব)।

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুস সবুর (উপসচিব)।

ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবদুল হামিদ খান, যাকাত ফান্ড বিভাগ এবং প্রেস বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ল এন্ড এস্টেট বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, গবেষণা বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের উপ-সচিব মো. মুজাহিদুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. জাাকির হোসেন, সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন, সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী, ঢাকা জেলার সদস্য মাওলানা সেলিম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) বলেন, শিক্ষামূলক এই দু'টি প্রকল্পের আগামী মেয়াদে সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

দারুল আরকাম শিক্ষক সমিতির পক্ষ থেকে মুফতি নাজমুল হুদা কাসেমী গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

আলোচনা পর্ব শেষে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে ২০২৫খ্রি. নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডিজি'র সাথে  দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, সহায়ক কর্মী এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মাদ্রাসাগুলো স্থায়ী করার বিষয়ে মতবিনিময় করেন।

এমসয় প্রকল্প পরিচালক (পিডি) সহ হেড অফিসের উর্ধ্বতন কর্মকতাগণ এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী পরিচালক মাওলানা মো. জুবায়ের আল আজহারী।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ