মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ ।। ২৩ পৌষ ১৪৩১ ।। ৭ রজব ১৪৪৬

শিরোনাম :

জানুয়ারির ৫ শুক্রবার কেন এতো আলোচনায় 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে নতুন বছর। নতুন পরিকল্পনায়, নতুন ভাবে জীবনের পরিকল্পনা সাজানোর প্রস্তুতি সবার। তবে এর মধ্যে আলোচনায় ২০২৫ সালের জানুয়ারি মাসের শুক্রবার।

সম্প্রতি ‘দীর্ঘ ৮২৩ বছর পর ২০২৫ সালের জানুয়ারি মাসে ৫ জুমা ওয়ালা মাস পেতে যাচ্ছি শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই নতুন বছরের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার থাকছে। তবে এমন ঘটনাটি সাধারণত পাঁচ/ছয় বছরের ব্যবধানে ঘটে থাকলেও এটিকে আট শতাব্দির বেশি সময় পর ঘটতে যাওয়া বিরল।

৮২৩ বছর পর ২০২৫ সালের জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার আসার দাবিটি সঠিক নয় বরং ২০২১ সালের জানুয়ারি মাসেও একই ঘটনা ঘটেছিল। তাছাড়া, প্রতি বছর বেশ কিছু মাসেই পাঁচটি শুক্রবার থাকে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার হওয়ার ঘটনা সর্বশেষ ২০২১ সালে ঘটেছে। তিন বছরের ব্যবধানে ২০২৫ সালের জানুয়ারি মাসে এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটবে।

অর্থাৎ, ৮২৩ বছর পর নয়, তিন বছর পূর্বেও জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার ছিল।প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই বছরে একাধিকবার এমন পাঁচটি বার আসার প্রমাণ পাওয়া যায়।

যেমন: ২০২৫ সালের জানুয়ারি মাসে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার এবং পাঁচটি শুক্রবার হবে, একইভাবে ২০২৫ সালের অক্টোবর মাসেও এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটবে। তাছাড়া, চলতি বছরের ডিসেম্বরে পাঁচটি শনিবার, নভেম্বরে শুক্র ও শনি দুই বারই পাঁচবার করে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ