মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ ।। ২৩ পৌষ ১৪৩১ ।। ৭ রজব ১৪৪৬

শিরোনাম :

খাগড়াছড়ি বায়তুল করিম মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি বায়তুল করিম মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় কিরাতুল কুরআন বিভাগে  ২০২৫ সালের শিক্ষাবর্ষের (নূরানী) শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল আহমদে পাটোয়ারী'র সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা তারিকুল ইসলামের সঞ্চালনায় দ্বীনি শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ, মাওলানা নুরুল কবির আরমান, হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা রাশিদুল ইসলাম মোহাম্মদপুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মহান রাব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। ঈমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদরাসা ,অন্য কোন প্রতিষ্ঠান নয়। মাদরাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের বিছানা বিছিয়ে দেন , গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই।

ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ