চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারি শনিবার উপজেলার ভূজপুর জামিয়া আবু বকর ছিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন আয়োজনটি করে থাকেন। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কুয়েত থেকে আগত শায়খ আহমদ হাসান আল গাল্লাফ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী বলেন, "এটি আমাদের ধারাবাহিক কাজের একটি অংশ। অভাবগ্রস্ত মানুষের পাশে অত্র ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। এলাকা সমৃদ্ধশালী হলেই একদিন পুরো দেশ সমৃদ্ধ হবে। আমাদের প্রত্যেকেরই উচিত এভাবে গরীব দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসা। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রক্ল্প লোকজনের উপকারে আসবে।
উল্লেখ্য, এহইয়াহউস সুন্নাহ ফাউন্ডেশন ইতিপূর্বে শত শত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা, সহস্রাধিক গভীর নলকূপ স্থাপন, বিনামূল্যে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেছেন। বন্যা ও করোনাকালীন দুঃসময়েও মানুষের পাশে দাড়িয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কার্যক্রমের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
হাআমা/