মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ ।। ২৩ পৌষ ১৪৩১ ।। ৭ রজব ১৪৪৬

শিরোনাম :

‘চাঁদাবাজী-দখলবাজী করে জুলাই আগস্টের বিপ্লবকে কলঙ্কিত করার পায়তারা চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরীসহ নেতৃবৃন্দ

বাংলাদেশ খেলাফত মজলিসের শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও দখলবাজী করে জুলাই আগস্টের বিপ্লবকে কলঙ্কিত করার পায়তারা করা হচ্ছে। যারা এধরণের কাছ করছে তারা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এমন একটি রাষ্ট্র কায়েম করতে চাই। যেখানে মানুষ কোনো বৈষম্যের শিকার হবে না এবং তারা ভোগ করবে তাদের মৌলিক অধিকার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে পরস্পর কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদ হঠাতে যেভাবে সকল মত পথ পরিহার করে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা হয়েছে। এখনো দেশ গঠনে ও দেশের মানুষকে শান্তি এবং স্বচতিতে রাখতে রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। না হয় ফ্যাসিবাদের দোষররা আবারো বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিবে।

তিনি আরও বলেন, মানুষের কষ্টের শেষ নেই। এর মধ্যে চালের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ দিশেহারা। চালের দাম কেন এতো বাড়লো তা ক্ষতিয়ে দেখতে হবে এবং দ্রুত দাম কমানোর ব্যবস্থা করতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি গতকাল (৪ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, মাওলানা আলী উসমান, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি ওজায়ের আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সভাপতি মুফতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ