সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

আল্লামা সাইয়েদ রাবে হাসানী নদভীর চলে যাওয়ার দুই বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ভারতীয় মুসলিমদের অন্যতম অভিভাবক, উপমহাদেশের শীর্ষ আলেমে দীন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সভাপতি, দারুল উলুম নাদওয়াতুল উলামার সাবেক আচার্য আল্লামা সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভীর ইন্তেকালের দুই বছর পূর্তি আজ। ২০২৩ সালের এই দিনে (১৩ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন।

তাঁর শূন্যতা আজও অনুভূত হয় সবখানে। সাইয়েদ রাবে হাসানী নদভী রহ. দেশ-বিদেশের বহু সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বর্তমান সভাপতি, দারুল উলুম নাদওয়াতুল উলামার রেক্টর, রিয়াদস্থ রাবেতাতুল আদাব আল-ইসলামীর সভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

একইভাবে তিনি লখনউস্থ মজলিসে তাহকিকাত ও নশারিয়তে ইসলাম, উত্তরপ্রদেশের দ্বিনি তালিমি কাউন্সিল, রায়বেরেলির দারে আরাফাত, মাওলানা আবদুল বারি নদভি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়স্থ সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এবং আজমগড়ে অবস্থিত দারুল মুসান্নিফের সদস্য, পয়ামে ইনসানিয়াত ও ইসলামী ফিকহ একাডেমি ভারতের পৃষ্ঠপোষক ছিলেন। সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভী রহ. ১ অক্টোবর ১৯২৯ জন্মগ্রহণ করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ