রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৬


বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে বাস্তবায়ন কমিটির এক সভা আজ বুধবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবীব।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের আট বিভাগে সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করবেন।

এছাড়া, ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে আগামী ১৩ এপ্রিল, রোববার সকাল ৭টায় একই স্থানে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ