রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৬


৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি শুরু করেছে। পিছিয়ে নেই ইসলামি দলগুলোও। 

গত বছরের ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অনেকটা মুক্ত-স্বাধীন পরিবেশে কাজ করে যাচ্ছে দলগুলো। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ  আগামী নির্বাচনে অন্তত ৫০টি আসনে ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ২০টি আসন বিশেষভাবে টার্গেট করেছে দলটি। এসব আসনে তাদের ভালো অবস্থান রয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। 

আগামী নির্বাচনে ইসলামি দলগুলো একটি বাক্স দিতে পারে-এমন একটি গুঞ্জন ও আলোচনা জোরেশোরে চলছে। জামায়াতে ইসলামীসহ সব ইসলামি দলই বৃহত্তম এই জোটে যোগ দিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এই জোট কতটা বাস্তবে রূপ পাবে সেটা নিয়ে সংশয় রয়েছে সব দলেই। তবু ইসলামি দলগুলো সেই আশা ছাড়ছে না। ইসলামি দলের নেতারা বলছেন, এমন একটি জোট বাস্তবে রূপ দিতে পারলে এদেশে ইসলামি শক্তির বড় একটি উত্থান হতে পারে। তাছাড়া নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারলে সেক্যুলার রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিরও আর দরকার পড়বে না।

তবে সেই জোট বাস্তবে রূপ লাভ করুক কিংবা না করুক, নিজের মতো করে ভোটের প্রস্তুতি সারছে দেশের প্রাচীন ইসলামি রাজনৈতি দল জমিয়তে উলামায়ে ইসলাম। আগেও সংসদে প্রতিনিধিত্ব করা দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের আগেই ৫০টি আসনের তালিকা করেছিলেন। তবে সেই নির্বাচনে তারা যাননি। সেই তালিকা ধরেই নতুন করে এগোচ্ছেন। 

তবে ৫০টি আসনে ভোটের প্রস্তুতি নিলেও জমিয়ত নেতারা বলছেন, অন্তত ২০টি আসনে তাদের ভালো অবস্থান রয়েছে। সেখানে কারা জমিয়তের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন সেই তালিকাও তারা করেছেন। আওয়ার ইসলামের হাতে সেই ২০ জনের তালিকা এসেছে। 

তালিকা অনুযায়ী, দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী (হবিগঞ্জ-২), মাওলানা শোয়াইব আহমাদ (সুনামগঞ্জ ২), মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), মাওলানা মুহাম্মদ আলী (সিলেট-৪), মাওলানা জুনায়েদ আল হাবীব (ব্রাহ্মণবাড়িয়া-২), মাওলানা মুনীর হোসাইন কাসেমী (নারায়ণগঞ্জ-৪), মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী (ময়মনসিংহ-৫) শক্তিশালী প্রার্থীর তালিকায় রয়েছেন। 

এছাড়া মাওলানা তাফাজ্জুল হক আজিজ (সুনামগঞ্জ), মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী (কিশোরগঞ্জ সদর), মাওলানা জাকির হোসেন কাসেমী (ফরিদপুর), মুফতি নাসির উদ্দিন খান (গাজীপুর), মাওলানা জিয়াউল হক কাসেমী (শরীয়তপুর), মাওলানা তালহা শহীদ (নড়াইল-১),  মাওলানা মাহবুবুল হক (ঢাকা), মাওলানা নুরে আল ইসহাকী (মুন্সিগঞ্জ-গজারিয়া), মুফতি শামসুদ্দিন কাসেমী (জামালপুর), মাওলানা আবু বকর সিদ্দীক (ঢাকা), মাওলানা এরশাদ উল্লাহ কাসেমী (নেত্রকোনা), মাওলানা মতিউর রহমান (গাজীপুর) ও সৈয়দ তামীম (সুনামগঞ্জ) প্রার্থিতায় এগিয়ে রয়েছেন। 

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি মুফতি নাসির উদ্দিন খান আওয়ার ইসলামকে বলেন, আমরা শুধু দাঁড়ানোর জন্য এবার দাঁড়াবো না। প্রার্থীরা একটি সম্মানজনক ভোট যেন পান এবং জামানত যেন বাজেয়াপ্ত না হয়, সেই চেষ্টা থাকবে। এক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতিই আছে। 

এ সময় তিনি বলেন, অন্যান্য দলের তুলনায় জমিয়তের হেভিওয়েট প্রার্থী রয়েছে। আমরা এবার একটি অর্থবহ নির্বাচন করতে চাই। প্রার্থী বাছাইয়েও আমরা সতর্ক। সামাজিক মর্যাদা ও নির্বাচন করার সক্ষমতায় অন্যান্য দলের তুলনায় আমাদের প্রার্থীদের অবস্থান বেশ ভালো। আগামী নির্বাচনে জমিয়ত থেকে কয়েকজন সংসদে যাবেন বলে প্রত্যাশা করেন তিনি। 

এ প্রসঙ্গে জমিয়তের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী আওয়ার ইসলামকে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নিজেদের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে ৫০টি আসন চিহ্নিত করেছি। 

তবে প্রবীণ এই নেতা জানান, তিনি নিজে অসুস্থ। তাঁর চলাফেরা করতে কষ্ট হয়। এজন্য নির্বাচন নিয়ে এখনই তিনি ভাবছেন না।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ