মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৭ শাওয়াল ১৪৪৬


রক্তের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রক্তের শেষ বিন্দু দেওয়া পর্যন্ত মজলুম ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, যদি কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করে, তাহলে তা মন থেকে মুছে ফেলুক। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা কারো জন্য সহজ হবে না।

রোববার (১৩ এপ্রিল) পাকিস্তানের করাচিতে আয়োজিত ইসরায়েলবিরোধী মিছিলে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মাওলানা ফজলুর রহমান বলেন, জনগণ ফিলিস্তিনিদের সাহস জুগিয়েছে। রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। আমাদের ইসরায়েলের বিরুদ্ধে বন্যার মতো রুখে দাঁড়াতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তাদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে পাকিস্তান। জমিয়ত সভাপতি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়, এটি ফিলিস্তিনের ভূমি দখল করেছে। আমেরিকা ও ইউরোপ শাসক দলের পক্ষে নিজেদের অবস্থান নিয়েছে। আজকের সমাবেশ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, নিপীড়িত ফিলিস্তিনিরা একা নয়।

২৭ এপ্রিল লাহোরে ফিলিস্তিন মিছিল অনুষ্ঠিত হবে। মাওলানা বলেন, গাজায় ৬০ হাজার মানুষের শাহাদতও শাসকদের জাগাতে পারেনি। শাসকদের পরোয়া না করে মুসলিম উম্মাহকে একযোগে উঠে দাঁড়াতে হবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, প্রচার করা হয় যে, ফিলিস্তিনিরা তাদের জমি ইহুদিদের বিক্রি করেছে, অথচ ১৯১৭ সালে মাত্র ২ শতাংশ অঞ্চলে ইহুদিরা বসবাস করছিল, তাহলে কীভাবে বলা হয় যে ফিলিস্তিন তার জমি বিক্রি করেছে? ১৯৪৮ সালে মাত্র ৬ শতাংশ অংশে ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করছিল। মাওলানা ফজলুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক আদালত ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে যে, ইসরায়েল যুদ্ধাপরাধী।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ