রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৫ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের 

ঢাকায় হঠাৎ ইন্টারনেট বিভ্রাট, জানা গেল কারণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার পর থেকে হঠাৎ করেই ইন্টারনেটের গতি কমে যায় অনেক গ্রাহক জানিয়েছেন। কোথাও কোথাও সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ব্যবহারকারী পোস্ট দিয়ে ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। হিমেল আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, কাউকে ফোন দিয়ে পাচ্ছি না। কল ঢুকে না। মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডেও একই অবস্থা। ঘটনা কী? নাকি কাকতালীয় ব্যাপার।

ইমরান নামে একজন ফেসবুকে লিখেন, মোবাইল ডাটাসহ (মাঝে মাঝে আসে) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ ঢাকায়। কারণ কী মহাখালীর আগুন?
 
বাংলামোটারে বেসরকারি চাকরিজীবী আশরাফ হোসেন বলেন, বিকেল ৫টার পর থেকে মোবাইলে ইন্টারনেট গতি একেবারে কমে গেছে। মাঝে মাঝে চলে যায় আবার আসে।
 
বিভিন্ন প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সন্ধ্যা থেকে কম পাচ্ছিলেন তারা। এতে কাজেও বিঘ্ন ঘটছে।
  
জানা গেছে, রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুনের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
 
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নেক্সট অনলাইনের এজিএম মাহফুজুল ইসলাম জানান, মহাখালীর যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে অনেকগুলো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে।

তিনি বলেন, আইটি সেক্টরের অনেকগুলো সার্ভিস চলে মহাখালীতে খাজা টাওয়ার থেকে। শুধু ইন্টারনেটই নয়, আরও অনেক সার্ভিস আছে ওখানে। এখন আইএসপি অনেক বেশি অর্গানাইজড। এক জায়গায় সমস্যা হলে বিকল্প উপায়ে কাজ চালানো হয়। তারপরেও ভবনে আগুন লাগার কারণে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর্থ কমিউনিকেশনের একটা বড় ধরণের আইআইজিও আছে ওখানে; এছাড়া অধিকাংশ আইএসপির পপ ওখানে। আগুনের কারণে কমবেশি সব প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ছে।
 
প্রসঙ্গত, রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজনের মধ্যে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ