বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৫ রজব ১৪৪৬

শিরোনাম :
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে মানিকগঞ্জের বর্ষীয়ান আলেম মুফতি আব্দুল মালেকের ইন্তেকাল ফরিদাবাদ মাদরাসার ছাত্রদের প্রতিবাদী মিছিল, বন্ধ হলো সাকরাইনের উচ্ছৃঙ্খলা দুর্গাপুরে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে মতবিনিময় খুঁজে খুঁজে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  আজ প্রধান উপদেষ্টার নিকট সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন জামিয়া বাবুস সালামের খতমে বুখারি আজ, থাকবেন আল্লামা মাহমুদুল হাসান প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব

চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত)  ও  ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তান ও ভারতের বিশিষ্ট দুই আলেম। তাঁরা হলেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ) মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত) ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) মাওলানা আবদুল্লাহ মারুফির আগমনের বিষয়টি হজরতের বাংলাদেশি শাগরেদ মুফতি আবুল ফাতাহ কাসেমী ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গলের আগমনের বিষয়টি সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মুফতি আবুল ফাতাহ জানান, আগামী ১৭ তারিখ থেকে ২৪ তারিখে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ), আমাদের উস্তাদ মুহতারাম, মুহাক্কিক আলেম, হাদীস শাস্ত্রের উজ্জ্বল দিকপাল, বহুগ্রন্থ ও গবেষণা রচয়িতা, হযরত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবির সাহেবজাদা মাওলানা পীর তালহা কান্ধলবি রহ. এর খলিফা মাওলানা আবদুল্লাহ মারুফি হাফি.।

তিনি আরও জানান, এ সময় তিনি ঢাকা, সিলেট, বি-বাড়িয়া ও খুলনার কয়েকটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ইলমি মুহাদারা, খতমে বুখারী ও ইসলামী মহাসম্মেলনে যোগদান করবেন।

মুফতি তালহা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন বর্তমান বিশ্বে একজন ইসলামি ব্যক্তিত্ব, বুখারী শরীফের হাফেজ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। সব ঠিক থাকলে বুধবার (১৫ জানুয়ারি) আসার সম্ভাবনা রয়েছে হজরতের।

তিনি বলেন, সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী)।

হাআমা/ 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ