রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের 

ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমন্বিত শিক্ষার ঐক্যবদ্ধ প্রয়াস ও ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশ-এর বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়৷

আজ শনিবার ঢাকার ফার্মগেটের হাসান টাওয়ারে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শত আলেম, জ্ঞানীগুণী ও শিক্ষানুরাগীগণ উপস্থিত থাকেন।  

কনফারেন্সে বক্তাগণ বাংলাদেশের চলমান শিক্ষা বিভক্তি নিয়ে আলোচনা করেন৷ তারা বলেন, এ দেশের মাদরাসা শিক্ষার্থীরা আধুনিক যুগোপযোগী শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি সরকারি ও প্রাইভেট স্কুল-কলেজ ও কিন্ডারগার্টেনের স্টুডেন্টরা আবশ্যকীয় ধর্মীয় জ্ঞানার্জন ও নীতিনৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে৷

এ সংকট কাটিয়ে উঠার জন্য বাংলাদেশে কর্মরত তিনটি প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে প্রেজেন্টেশন প্রদান করে৷ এরমাঝে রয়েছে দাওয়া শিক্ষা ফাউন্ডেশন, যারা কওমি মাদরাসায় আধুনিক শিক্ষার সমন্বয় নিয়ে কাজ করছে; রয়েছে মুসলিম এডুকেশন সোসাইটি, যারা ইসলামিক স্কুলিং নিয়ে কাজ করছে: রয়েছে আফটার স্কুল মাকতাব, যারা স্কুলগামী বাচ্চাদের ইসলামিক ব্যাসিক শিক্ষা প্রদান নিয়ে কাজ করছে৷

মাদরাসার ছাত্রদের আধুনিক শিক্ষা প্রদান ও সরকারি পরীক্ষায় অংশগ্রহণকারী তিনটি মাদরাসার নাম এ কনফারেন্সে বারংবার উচ্চারিত হয়৷ প্রথমটি ঢাকার মিরপুরে অবস্থিত দারুর রাশাদ মাদরাসা ও ঢাকার মোহাম্মাদপুরে অবস্থিত জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ও জামিয়া আযিযিয়া ইসলামিয়া মাদরাসা৷

অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাক মাদরাসার ছাত্রদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বাংলা-অংক ও ইংরজি শিক্ষা আবশ্যকীযছে৷ যার কারনে আগামীতে মাদরাসার ছাত্ররা সর্ববিষয়ে দক্ষ হয়ে উঠবে৷

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শাইখুল হাদীস রহ. এর বড় ছেলে মাওলানা মাহমুদুল হক, প্রফেসর ড. আবদুল আওয়াল, মাওলানা লিয়াকত আলী, মাওলানা হাবিবুর রহমান মুনির নদভি, মাওলানা আবদুর রাজ্জাক নদভি, মাওলানা তাহমিদুল মাওলা প্রমুখ ব্যক্তিবর্গ৷

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ