|| হাসান আল মাহমুদ ||
বাংলাদেশে এলেন বর্তমান বিশ্বের অন্যতম হাদীস ও তাফসির বিশারদ, মুনাজিরে ইসলাম পাকিস্তানি আলেম শায়েখ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল।
আজ বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১ টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান সাবেক এমপি মুফতি শহীদুল ইসলোমের ছেলে মুফতি তালহা ইসলাম, মিরপুরের আরজাবাদ মাদরাসার শিক্ষক আল্লামা শামিসুদ্দীন কাসেমী রহ. এর ছেলে মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমসহ অনেকে।
মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম জানান, ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল বাংলাদেশের বিভিন্ন ইসলাহী বয়ানে অংশগ্রহণ করবেন। এছাড়া, ঢাকা শহরের বিখ্যাত মাদরাসাসমূহে দরস দিবেন । আগামী ২২ তারিখ পর্যন্ত তিনি সফরে থাকবেন।
জানা গেছে ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল
- ১৬ জানুয়ারি রাতে মুফতি মিজানুর রহমান সাঈদ প্রতিষ্ঠিত শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী অনুষ্ঠানে
- ১৮ জানুয়ারি সকালে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায়
- ১৮ জানুয়ারি দুপুরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানে
- ১৮ জানুয়ারি বাদ মাগরিব মাদরাসাতুস সাহাবাহ ঢাকার খতমে বুখারী অনুষ্ঠানে থাকবেন
এদিকে মুফতি তালহা ইসলাম জানান, আজ বুধবার সন্ধায় হাফিজুল বুখারী আল্লামা মঞ্জুর মেঙ্গল হাফি. বাংলাদেশে প্রথম প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বিমান পথে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।
এসময় তালহা ইসলাম সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে 01984555111 (মুফতি তালহা ইসলাম), 01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী) নাম্বারগুলোতে যোগাযোগ করতে আহ্বান জানান।
হাআমা/