শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়ায় অবস্থিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী আওয়ার ইসলামকে জানান, শনিবার দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩,০০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় ১৬০ জন পরীক্ষক এবং প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার দায়িত্ব পালন করেন। বর্তমানে বোর্ডের অধীনে ৪০০টি ইলহাকভুক্ত মক্তবে প্রায় ১৫,০০০ ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়নরত।

বোর্ডের মহাপরিচালক মাওলানা সা'দ আমিন বর্ণভী আওয়ার ইসলামকে বলেন, বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা দেশব্যাপী মক্তব শিক্ষাকে জোরদার করার উদ্যোগ নিয়েছি। কারণ দেশের বিভিন্ন জেলায় এখনও মক্তব শিক্ষা অবহেলিত। ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ মক্তব-শিক্ষার পুনর্জাগরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, এ বোর্ডের আওতাভুক্ত মক্তবগুলোতে শিশুরা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষায় প্রশিক্ষিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক মানসিকতা গড়ে উঠছে। শুধু পরীক্ষা নয়, মক্তব শিক্ষার মানোন্নয়নে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বোর্ডের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডের লক্ষ্য হচ্ছে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করা। আমাদের বিশ্বাস, এ উদ্যোগ ইসলামী শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ