মসজিদ ও মাদরাসায় অনুদান দেওয়ার নামে মুঠোফোনের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। এসব থেকে সাবধান থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ বলেছে, প্রতারকচক্র অনুদান পেতে মোবাইল ফোনে বিকাশ ও নগদে অর্থ পাঠানোর কথা বলে। পাশাপাশি ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্যও প্রলুব্ধ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ-মাদরাসায় কোনো অনুদান প্রদান করা হচ্ছে না। আর অনুদানের জন্য কোনো অগ্রিম অর্থও নেওয়া হচ্ছে না।
তাই এ সংক্রান্ত কোনো প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করা এবং বিষয়টি সর্বসাধারণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
হাআমা/