ঢাকায় হঠাৎ ইন্টারনেট বিভ্রাট, জানা গেল কারণ
প্রকাশ:
২৬ অক্টোবর, ২০২৩, ০৭:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার পর থেকে হঠাৎ করেই ইন্টারনেটের গতি কমে যায় অনেক গ্রাহক জানিয়েছেন। কোথাও কোথাও সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ইমরান নামে একজন ফেসবুকে লিখেন, মোবাইল ডাটাসহ (মাঝে মাঝে আসে) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ ঢাকায়। কারণ কী মহাখালীর আগুন? তিনি বলেন, আইটি সেক্টরের অনেকগুলো সার্ভিস চলে মহাখালীতে খাজা টাওয়ার থেকে। শুধু ইন্টারনেটই নয়, আরও অনেক সার্ভিস আছে ওখানে। এখন আইএসপি অনেক বেশি অর্গানাইজড। এক জায়গায় সমস্যা হলে বিকল্প উপায়ে কাজ চালানো হয়। তারপরেও ভবনে আগুন লাগার কারণে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর্থ কমিউনিকেশনের একটা বড় ধরণের আইআইজিও আছে ওখানে; এছাড়া অধিকাংশ আইএসপির পপ ওখানে। আগুনের কারণে কমবেশি সব প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ছে। এনএ/ |