মুহাম্মাদ শোয়াইব
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং এতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ট্রাম্প বলেন, "আমি চাই ইরান সমৃদ্ধ হোক, আমি চাই ইরান মহান হোক, কিন্তু তাদের একমাত্র জিনিস যা থাকতে পারবে না তা হলো পারমাণবিক অস্ত্র। তারা এটা বুঝে।"
তিনি আরও বলেন, "যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয়, আমরা তা নেব। এতে ইসরায়েল বড় ভূমিকা রাখবে। তবে কেউ আমাদের নেতৃত্ব দেয় না, আমরা নিজেরা যা করতে চাই, তাই করি।"
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ বেজেশকিয়ান জানান, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো আক্রমণের মুখে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না এবং তারা যে কোনো ধরনের গ্যারান্টি দিতে প্রস্তুত।
জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে বেজেশকিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে রাজি হয়েছেন, তবে ইরান মার্কিন প্রশাসনের ওপর কোনো আস্থা রাখে না।
এই বক্তব্যগুলো এমন এক সময়ে এসেছে যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এসএকে/