সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আবাসন নির্মাতাদের স্বার্থেই ওয়াকফ আইন সংশোধন: মাওলানা মাহমুদ মাদানী ভারতে ওয়াকফ আইন পাসের পর গুঁড়িয়ে দেওয়া হলো মাদরাসা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অবশ্যম্ভাবী? নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় জমিয়ত নেতা ড. মাওলানা শুয়াইব আহমদ লাখো তরুণের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে আস-সুন্নাহ ফাউন্ডেশন শাহরাস্তির ৬ বছরের শিশু ফারহানের সন্ধান চান বাবা রক্তের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান শান্তির দেশ চাই, হানাহানি চাই না: সেনাপ্রধান ‘এক্সেপ্ট ইজরায়েল’ পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন ‘ইন্তিফাদা ফাউন্ডেশন’র

হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 .শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ মৌসুম। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ নাগরিকদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেপ্তার করেছে, যারা আকামা (রেসিডেন্স পারমিট), শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘন করেছেন।

সৌদি প্রেস এজেন্সির (SPA) বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৯৫ জন আকামা আইনের; তিন হাজার ৫১২ জন অবৈধ সীমান্ত অতিক্রমের এবং এক হাজার ৯০০ জন শ্রম আইনের লঙ্ঘন করেছেন। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ৬৬% ছিলেন ইথিওপিয়ান, ২৮% ইয়েমেনি, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়া, ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা সৌদি আরব থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আরও ২১ জনকে ধরা হয়েছে, যারা এইসব আইনের লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহযোগিতা দিয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যদি অবৈধ ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে- সর্বোচ্চ ১৫ বছর জেল, ১০ লাখ রিয়াল (প্রায় ২.৩ কোটি টাকা) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দ।

সৌদি সরকার জানিয়েছে, অনেক বিদেশি পর্যটক ভিসিট ভিসা নিয়ে এসে হজ করার চেষ্টা করেন, যা বৈধ নয়। ভিসিট ভিসায় হজ করা নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি—সে সৌদি নাগরিক হোক, প্রবাসী হোক বা পর্যটক— যদি অনুমতি ছাড়া হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন (যেমন: মসজিদুল হারাম, মিনা, আরাফাত, মুযদালিফা) তাহলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং পুনরায় একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ