সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ ।। ২২ পৌষ ১৪৩১ ।। ৬ রজব ১৪৪৬

শিরোনাম :
ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ লাইভে এসে মুজিব ও জিয়া প্রসঙ্গে যা বললেন মেজর ডালিম ‘দেওবন্দের মূলনীতির ওপর যতোদিন থাকবে, ততোদিন পথ হারাবে না বেফাক’ রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বই লিখেছেন মাওলানা আবু সাবের আবদুল্লাহ ‘জুলাই-আগস্ট বিপ্লবে ইসলামপন্থিদের অবদান অস্বীকারকারীরা ফ্যাসিবাদের দোসর’ শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে ২২ জন প্রার্থীর ১৫টি পদে মনোনয়নপত্র জমা ময়মনসিংহে ইসলামী বইমেলায় অর্ধ কোটি টাকার বই বিক্রি ভারতে পালানোর সময় হিলি ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার দ্বীনের পথে অবিচল থাকার দোয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সম্পাদক আলী

গুম-খুনের দায় স্বীকার করে র‌্যাবের ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ ক্ষমা চান।

তিনি বলেন, নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র‌্যাব।

আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য।

র‌্যাবপ্রধান বলেন, গুম, খুন ও অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র‌্যাবের বিরুদ্ধে।

 র‌্যাব কর্তৃক যারা মারা গেছেন- তাদের পরিবারের কাছে এ সময় ক্ষমা চান তিনি।

সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র‌্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, র‌্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

৫ আগস্টের পর থেকে জঙ্গি ঘটনাকে নাটক বলা হয়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি ছিলো, তাদের বিরুদ্ধে র‌্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।

র‌্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‌্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ