স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুজন প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী ভোটের মাঠে আছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। তবে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগেই বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে নতুন করে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী রয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৫৯ জন।
কেএল/