মো. সাখাওয়াত হোসেন::
নব নিযুক্ত ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আ. ছালাম খান (সিনিয়র দায়রা ও জেলা জজ) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির দায়িত্বশীলগণ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার আগারগাওয়ের ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিসে ডিজির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মতবিনিময়কালে শিক্ষক প্রতিনিধিদল প্রকল্পের ধারাবাহিকতা অব্যাহত রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করতে দ্রুত প্রকল্পটি অনুমোদনের জন্য অনুরোধ জানান।
এসময় মহাপরিচালক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের কে সুযোগ্য আলেম হিসেবে প্রশংসা করে আন্তরিকতার সহিত প্রকল্পের বিষয়ে তাঁর দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। এসময় বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা নিয়াজ মোরশেদ, দপ্তর সম্পাদক মুফতি জসীমউদ্দীন, সহ প্রচার সম্পাদক মাওলানা মো. সোহেল, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা আবু ওবায়দা, খুলনা বিভাগীয় প্রতিনিধি মাওলানা কুতুব উদ্দিন, বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুর রহমান, বিভাগীয় প্রতিনিধি মাওলানা নুরুল হুদা, কুমিল্লা জোন সভাপতি মাওলানা মহিউদ্দিন মিজান, ঢাকার সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম টাঙ্গাইলি, মাওলানা মো. মোস্তফা, মাওলানা মো. আলাউদ্দিন সহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দেশের প্রতিটি উপজেলায় দু'টি করে এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা চলমান রয়েছে।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন এর গণ সংশ্লিষ্ট অন্যতম দু'টি সফল প্রকল্প।
দারুল আরকাম মাদ্রাসায় কর্মরত ২০২০ জন আলেম শিক্ষক বিগত করোনাকালীন সময়ে সারাদেশে করোনা রোগীদের ফ্রি মানবিক সেবা প্রদান, করোনা আক্রান্ত বিপর্যস্ত রোগীদের বাসা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর এবং চিকিৎসা শেষে বাসায় পৌঁছে দেয়া সহ করোনায় মৃত লাশ সম্মানজনকভাবে গোসল, জানাজা ও কাফন দাফন সেবা প্রদান করে আর্ত মানবতার সেবায় দেশব্যাপি ব্যাপক সাড়া জাগিয়েছিলেন।
এছাড়া, সিলেট বিভাগের বন্যা এবং ফেনী নোয়াখালী, লক্ষীপুর এর বন্যায় উদ্ধারকাজ এবং জরুরি খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ সহ মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ট্রাফিক ও পুলিশ শুন্য সময়ে ঢাকা সহ দেশব্যাপী ট্রাফিক সেবা প্রদান করে সড়কে আইন শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বর্তমানে ১০১০ টি মাদ্রাসায় ২০২০ জন শিক্ষক এবং ১০১০ জন অফিস সহায়ক কর্মীসহ প্রায় ৩০৩০ জন উক্ত প্রকল্পে কর্মরত রয়েছেন।
"বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির" নেতৃবৃন্দ, জেনারেল ও দ্বীনি শিক্ষা সমন্বিত সিলেবাসে আলেম সমাজের দ্বীনি শিক্ষা ভিত্তিক কর্মসংস্থান মূলক প্রকল্পটি দ্রুত পুনঃ অনুমোদন করে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
হাআমা/