বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই: মাওলানা ইমতিয়াজ আলম ভ্যাট কমছে যেসব খাতে চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি

যে কারণে মিসওয়াক করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম: মিসওয়াক করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। মিসওয়াক করার মাঝে রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ ও উপকারিতা। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লানের মিসওয়াক প্রতি বিশেষ যত্নবান ছিলেন এবং উম্মতকেও এ ব্যাপারে বিশেষভাবে তাকিদ দিয়েছেন।

মিসওয়াকের গুরুত্ব

হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমনটি কখনো হয়নি যে, জিবরাইল আঃ আমার নিকট এসেছেন, আর আমাকে মিসওয়াকের আদেশ দেননি। এতে আমার আশংকা হচ্ছিল যে, (মিসওয়াকের কারণে) আমার মুখের অগ্রভাগ ছিলে না ফেলি (মুসনাদে আহমদ)।

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি উম্মতের উপর (কষ্ট হবার) আশংকা না করতাম, তাহলে প্রত্যেক নামাজেই মিসওয়াক করার আদেশ দিতাম (বুখারী, মুসলিম)।

মিসওয়াক করার ফজিলত

মিসওয়াকের বহু ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসওয়াক মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টির উপায় (নাসায়ী)।

 

অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করে যে নামাজ আদায় করা হয়, সে নামাজে মিসওয়াকবিহীন নামাজের তুলনায় সত্তরগুণ বেশি ফজিলত রয়েছে (বাইহাকী)।

এছাড়াও মিসওয়াক করার আরও বহুবিধ উপকারিতা:

১. রাসূলুল্লাহ এর প্রিয় সুন্নত।

২. কফ্ দূর করে।

৩. দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।

৪. কণ্ঠস্বর পরিষ্কার হয়।

৫. পাকস্থলীকে সুস্থ রাখে।

৬. হজমশক্তি বৃদ্ধি করে।

৭. আমল নামায় নেকী বৃদ্ধি করে।

৮. মুখ পরিচ্ছন্নতার মাধ্যম।

৯. তিলাওয়াত এবং যিকির-আযকারের মধ্যে সতেজতা প্রফুল্লতা সৃষ্টি করে।

১০. আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ঈমানের উপর মৃত্যুবরণের মাধ্যম।

( আল-হাদিস )

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ