হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। এতে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান ও রাজাপুর নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সভাপতি করা হয়েছে।
জানা গেছে, মাধবপুর উপজেলা প্রকৃত নেতৃত্বের আসনে স্থান দিয়েছে একজন বিজ্ঞ ও যোগ্য আলেমকে। তারা আশা করছেন, তাঁর মাধ্যমে মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ হবে।
মাধবপুর উপজেলার অনেক আলেম দেশে-বিদেশে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তবে এলাকার নেতৃত্বে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। তারা আশা করছে মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সবাইকে নিয়ে উদার মনে কাজ করার ও নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা আছে।
মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হরষপুর মাদ্রাসা, গুলমোকাপন মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ ও সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে।
এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।
সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা এনামুল হক খান শিক্ষা সচিব ও শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর।
সহ-সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী (মুহতামিম দারুল কুরআন মাধবপুর) ও মাওঃ নজরুল ইসলাম মুহতামিম দারুল উলুম তেমুনীয়া।
হাআমা/