বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই: মাওলানা ইমতিয়াজ আলম ভ্যাট কমছে যেসব খাতে চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত

হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। এতে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান ও রাজাপুর নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সভাপতি করা হয়েছে।

জানা গেছে, মাধবপুর উপজেলা প্রকৃত নেতৃত্বের আসনে স্থান দিয়েছে একজন বিজ্ঞ ও যোগ্য আলেমকে। তারা আশা করছেন, তাঁর মাধ্যমে মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ হবে।

মাধবপুর উপজেলার অনেক আলেম দেশে-বিদেশে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তবে এলাকার নেতৃত্বে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। তারা আশা করছে মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সবাইকে নিয়ে উদার মনে কাজ করার ও নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা আছে।

মুফতি রফিকুল ইসলাম আল  মাদানী হরষপুর মাদ্রাসা, গুলমোকাপন মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ ও সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে।

এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।

সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা এনামুল হক খান শিক্ষা সচিব ও শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর।

সহ-সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী (মুহতামিম দারুল কুরআন মাধবপুর) ও মাওঃ নজরুল ইসলাম মুহতামিম দারুল উলুম তেমুনীয়া।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ