দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদীস মুফতি মোহাম্মদ আফজাল কাইমুরী চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
তিনি আজ দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমন বন্দরে অবতরণ করেন।
শাইখুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।
জামিয়া গহরপুরের মুহতামিম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী জানান, ২৩ জানুয়ারী, বৃহস্পতিবার সকাল ১০টায় জামিয়া গহরপুরের সিলেটের খতমে বুখারী ও ফুযালা সম্মেলন (সিলেট জেলা) অনুষ্ঠিত হবে। এতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
চার দিনের এই সফরে মুফতি মোহাম্মদ আফজাল কাইমুরী চট্রগ্রাম, সিলেট ও মৌলভীবাজারের বেশ কিছু দীনি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
হাআমা/