রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

বিপ্লবের জন্য যুবকদের ভূমিকা অনস্বীকার্য :মাওলানা আব্দুল বাছিত আজাদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২২ ফেব্রুয়ারি ২০২৫ ইসলামী যুব মজলিসের জাতীয় কাউন্সিল রাজধানীর হোটেল অরনেটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, পৃথিবীর ইতিহাসে নবী-রাসূলগণ যুবকদের সাথে নিয়েই দাওয়াতে ইলাল্লাহ এবং ইসলামী বিপ্লব সফল করেছেন। তাই আজকের প্রেক্ষাপটে দুর্নীতি, মাদক ও জুলুমমুক্ত রাষ্ট্রগঠনে যুবসমাজের ভুমিকার বিকল্প নেই। একটি দেশের সমাজ পরিবর্তনের জন্য এবং যেকোনো বিপ্লবের জন্য যুবকদের ভূমিকা অনস্বীকার্য। ফরাসি বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব এবং ইসলামের বিজয়সহ পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে সবক্ষেত্রে যুবকদের ভূমিকা ছিল অনন্য।

আমীরে মজলিস আরো বলেন, এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৪০% হচ্ছে যুবক। এই যুবকদের টার্গেট করে মাদকের বিস্তার ও মাদক ব্যবসার চক্রান্ত হচ্ছে। একটি কুচক্রী মহল মাদক ব্যবসায় জড়িয়ে যুব সমাজকে ধ্বংস করতে চায়। এই চক্রের অপতৎপরতা রোধ করতে না পারলে দেশের তরুণ ও যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ - ২৬ সেশনের জন্য ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে তাওহীদুল ইসলাম তুহিন ও মাওলানা সোহাইল আহমদ। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন।  
 
এছাড়াও ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো: রায়হান আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, যুক্তরাজ্য দক্ষিণ খেলাফত মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। 

কাউন্সিলে ২০২৫-২৬ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। যথাক্রমে- কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি মোঃ মুহিউদ্দীন জামিল সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মো: জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাফেজ মাওলানা সালমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- দেওয়ান তানজিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ শাহিন, নির্বাহী সদস্য- মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবু বকর সিদ্দিক আহাদ, হুজ্জাতুল ইসলাম মামুন, এহসানুল হাদী।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ