শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৮ ফাল্গুন ১৪৩১ ।। ২২ শাবান ১৪৪৬

শিরোনাম :
রাখাল রাহা, সোহেল ও ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা রাসুলুল্লাহ ﷺ- এর অবমাননার প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারী রাখাল রাহার বিচার করতে হবে: হেফাজতে ইসলাম ‘উচ্চ আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার নিশ্চিত করতে না পারা হতাশাজনক’

শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাবলিগের শুরায়ি নেজামের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন।

তাবলীগ জামাত শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা আফসার মাহমুদ সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে। 

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন এবং আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উক্ত প্রজ্ঞাপনের আলোকে যথাযথ প্রশাসনিক তত্ত্বাবধানে টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের শুরায়ী নেজামের দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তাবলিগের শুরায়ী নেজামের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হবে।

মিডিয়া সমন্বয়ক বলেন, আমাদের সকল দায়িত্বশীল ও সাথীদের প্রতি আহ্বান থাকবে, এই দায়িত্ব গ্রহণের পর আমাদের যাবতীয় কার্যক্রম পরিপূর্ণ শৃঙ্খলার সাথে পরিচালনা করা এবং দাওয়াত ও তাবলীগের মূলনীতি ও আদর্শের উপর দৃঢ় থাকা। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মেহনতের প্রতি আরও বেশি একনিষ্ঠতা, আন্তরিকতা ও ধৈর্য দান করুন। আমীন।

মাওলানা আফসার মাহমুদ জানান, ইজতেমার ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি হাফিজুর রহমান, শুরায়ী নেজামের ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মেসবাহ, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, ওলিউল্লাহ, জমির আলী, মাওলানা যোবায়ের, তারেক রহমান, আবু উবায়দা প্রমুখ। 

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ