রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাকস্বাধীনতার নামে নাস্তিকদের ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি)  পার্টির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর ৬০/এ পুরানা পল্টনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী। 

তিনি তার বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্রে যদি মুসলমানরাই অবহেলিত থাকে, তাদের চাহিদা এবং দাবিই অপূর্ণ থাকে, তবে এই রাষ্ট্রের উন্নতি-অগ্রগতি কোনদিনও সম্ভব না। বাক স্বাধীনতার নামে যদি মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হয়, সেটা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। অনতিবিলম্বে ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আল্লাহকে নিয়ে কটূক্তি করা এনসিটিবির পাঠ্যবই সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার (সাজ্জাদুর রহমান) দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এটা মুসলমানের দেশ,  এই দেশে ইসলাম অবমাননা কোনভাবেই মেনে নেওয়া হবে না। রাখাল রাহার যথাযথ বিচার করতে ব্যর্থ হলে পরবর্তীতে ইসলাম বিদ্বেষীরা ভয়ংকরভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। 

তিনি আরও বলেন, একটা শ্রেণী ভারতসহ বিশ্ববাসীকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের মিথ্যা চিত্র দেখিয়ে ফায়দা হাসিল করতে চায়। তাদের এই চক্রান্ত কোনভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তারা এই দেশের দুশমন। আমাদের মনে রাখতে হবে, এখনো ফ্যাসিস্ট হাসিনা ভারতে রয়েছে। অতএব ফ্যাসিবাদি আওয়ামীলীগকে কোনভাবেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। ওরা আবার সক্রিয় হলে দেশটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। 

পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, পার্টির নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী, ‌মাওলানা আব্দুল খালেক নিজামী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল হক তালুকদার, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দিনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসুদ খান,  সহকারি সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সহকারি অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মুফতি ওয়াহীদুজ্জামান ফরিদপূরী, মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি মাসুম বিল্লাহ আন‌ওয়ারী প্রমুখ।

সভায় আগামী ২৩শে আগস্ট পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ