শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে চরমোনাই দরবার শরীফের ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাই মাহফিলের ফাল্গুন পর্ব। এবারের মাহফিলে আগত ১০ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চারজন।চরমোনাই মাহফিল মিডিয়া উপকমিটি এ তথ্য জানিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের ফাল্গুন পর্ব মাহফিল।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই—এমন সাধারণ মানুষ বা আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। সর্বদা নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্বভাব ও অহংকার পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সব ধরনের নেশাজাত দ্রব্য থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে।

তিনি মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির চিরকুটে লেখা প্রশ্নের উত্তর দেন। মোনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এবছর মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশসহ সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, পাকিস্তান, আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট ওলামায়ে কিরাম।

মাহফিল মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে ১০ জন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

তারা হলেন—মুন্সিগঞ্জ নিবাসী মো. আলাল খালাশি (৭২), পাবনা নিবাসী আব্দুল জলিল খান (৬৫), গাজীপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর বেপারী (৫০), চুয়াডাঙ্গা নিবাসী মো. ওসমান (৫০), নীলফামারি নিবাসী মো. মঞ্জুরুল ইসলাম (৬০), চাঁদপুর নিবাসী আলি আহম্মদ (৫৫), বগুড়া নিবাসী মো. আব্দুল হামিদ (৬৫), চাদপুর নিবাসী মো. আইউব আলী (৬০), নারায়ণগঞ্জ নিবাসী মো. আলতাফ হোসেন (৬৫), নরসিংদী নিবাসী মো. আবুল কালাম (৪২)। 

সবার জানাজা শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মাহফিল উপলক্ষ্যে  অস্থায়ী হাসপাতাল স্থাপিত করা হয়। এতে প্রায় ৩ হাজারের বেশি মুসল্লির চিকিৎসা দেওয়া হয়। মাহফিলে চারজন অমুসলিম পীরসাহেব চরমোনাই ও শায়খে চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর শুরু হয়েছিল ফাল্গুন পর্ব মাহফিল।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ