শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে ৫ দিনব্যাপী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে জমে উঠেছে পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণের এ বইমেলা। বিকেলে লোকদের দলবেধে বইমেলায় আসতে দেখা যাচ্ছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকদেরসহ মেলায় আসা নতুন বইগুলো। 

বইমেলায় আগত লাবীব হুমায়দী বলেন, আমাদের শ্রীমঙ্গল এই প্রথম এত বড় পরিসরে বইমেলার হচ্ছে। বইমেলা এখনও পুরোপুরি না জমলেও, দিন যত যাবে মেলায় মানুষের আনাগোনা বাড়বে। বাকি দিনগুলোতে বইপ্রেমী পাঠক, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।

নগরী প্রকাশ স্টলের বিক্রয় প্রতিনিধি বলেন, মেলা শুরু হওয়ার পর প্রথম দিনে তেমন একটা না জমলেও, আজ বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে বিক্রিও।

মেলা আয়োজন সহযোগিতায় রয়েছে শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ।

তারা জানান, প্রথম দিন পাঠকদের খুব বেশি সাড়া না পেলেও আজ বেশ সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় ভিড় বাড়ছে। শেষ ‍দিকে মেলায় মানুষের সর্বোচ্চ উপস্থিতি থাকবে বলে আশা করছি। তাছাড়া এ আয়োজনে আমরা জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণ কামনা করছি। বিশেষ করে তরুণদের পাশে চাই।
আয়োজকরা আরও বলেছেন, মেলা প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সবাইকে এই বইমেলায় আসার আহ্বান জানিয়েছেন তারা।

উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম বলেন, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। যারা দূরত্বের কারণে ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারা পছন্দের বই সংগ্রহ করতে পারবেন এখান থেকে। ৫ দিনব্যপী এই মেলায় রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, অনুবাদ, সায়েন্স ফিকশন, ধর্মীয় বই, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই।

সরেজমিনে দেখা গেছে, মেলায় ইসলামিক ফাউন্ডেশন, ইত্যাদি গ্রন্থ প্রকাশক, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, পাঞ্জেরী, বাবুই, সহজ প্রকাশ, রাষ্ট্র চিন্তা,ও গ্রান্থিক, শব্দচাষ, স্টল সাহিত্য কুটির, স্বপ্ন ৭১, উত্তরণ স্টল এবং ফুড কর্ণারের স্টল রয়েছে। 

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ