শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লব নিয়ে কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক চলছে। এই বিপ্লবের কৃতিত্ব এক পক্ষ বা এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে বিভিন্ন আলোচনা হচ্ছে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি এই পোস্টে ১৯৭১ সালের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে হয়নি বলে উল্লেখ করেছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন তিনি।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জন একদিনের ঘটনা ছিল না। অনেক মানুষের ত্যাগ, যুদ্ধ, প্রাণহানি এবং সংগ্রামের ফলস্বরূপ আমরা স্বাধীনতা অর্জন করেছি।’ তিনি একইভাবে জুলাই বিপ্লবের ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী হিসেবে সবার ভূমিকা তুলে ধরেন, বিশেষ করে ছাত্র, সাধারণ মানুষ, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, এবং দেশের সব শ্রেণির মানুষকে সম্মান জানান।

তিনি আরও বলেন, "হাসিনা সরকারের পতনও একদিনে হয়নি। এর পিছনে রয়েছে বহু বছরের সংগ্রাম এবং ত্যাগ। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, এবং মুক্তির জন্য সংগ্রাম করেছে।" এর ফলস্বরূপ,২০২৪ সালে ৫ আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিলেন। এই কৃতিত্ব সবার।

মির্জা ফখরুল তার দলের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং থাকবে।’ তিনি বাংলাদেশের ভবিষ্যত পুনর্গঠনে দলটির দৃঢ় মনোভাব ব্যক্ত করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেষে, তিনি লিখেন, ‘চলুন, আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন, আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ ! বাংলাদেশ জিন্দাবাদ!’

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ