স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে প্রেসক্লাবের সামনে পর্যন্ত কওমী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) আছরের পর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরিচালনা করেন কওমী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবার।
এছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট খাইরুল আহসান। আরও বক্তব্য রাখেন নিজাম ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক। সাবাস বাংলাদেশের সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল। কওমী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল্লাহ মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে সারা পৃথিবীর মানুষকে আমেরিকা ও ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান জানান।
এমএইচ/