রাজধানীর জামিয়া সাঈদিয়া কারীমিয়া-এর উদ্যোগে 'ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদের আহুত "গ্লোবাল স্ট্রাইক" সমর্থনে' একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ঢাকার বারিধারা সাঈদনগরস্থ জামিয়ার ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামিয়া সাঈদিয়া কারীমিয়া -এর মুহতামিম হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, জামিয়া সাঈদিয়া কারীমিয়া সবসময়ই জাতীয় ও আন্তর্জাতিক সকল সংকটে প্রতিবাদী ভুমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। মার্চ ২০২৪ইং থেকে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ফিলিস্তিনীকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বড় একটি অংশই নারী ও শিশু। রয়েছে শত সহস্র শিক্ষার্থী ও ওলামায়ে কেরাম। এর বিরুদ্ধে আরব বিশ্ব সহ সকল মুসলিম রাষ্ট্রকে কার্যকরী ভুমিকা পালন করতে হবে।
আরও বক্তব্য রাখেন জামিয়ার নাজেমে তালীমাত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, নাজেমে দারুল ইক্বামা মুফতী মুহাম্মদ হাবীবুল্লাহ, জামিয়ার ইফতা বিভাগের মুশরিফ মুফতী আনোয়ার বিন শহীদ, সিনিয়র মুহাদ্দিস মুফতী মুহাম্মাদ ওসমান, সিনিয়র মুহাদ্দিস মুফতী আহসান হাবীব, মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল ওয়াজেদ, সিনিয়র উস্তায মুফতী মুহাম্মাদ এনায়েত উল্লাহ, সিনিয়র উস্তায ও জামিয়ার সাংস্কৃতিক সংঘ আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর পরিচালক মুফতী মুহাম্মাদ ইমামুদ্দীন, সম্মানিত উস্তায মুফতী নূরুদ্দীন ক্বাসেমী, আন-নাদী আস সাক্বাফী-র সহকারী পরিচালক ও জামিয়ার আরবী সাহিত্য বিভাগের মুশরিফ মুফতী আবু বকর নদভী সহ প্রমুখ আসাতিযায়ে কেরাম।
মিছিল পরবর্তী সমাবেশে জামিয়ার নাজেমে তালীমাত মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন: পৃথিবীর সকল তাগুতি শক্তির মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদেরকে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে অভিভাভকের ভুমিকা পালন করতে হবে। অবিলম্বে মুসলমানদেরকে যুগের সালাহউদ্দিন আইয়ুবীর ভুমিকায় অবতীর্ণ হয়ে ফিলিস্তিনে জারজ ইসরায়েলের এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মিছিল থেকে ইসরায়েলি সকল পণ্য বর্জনেরও আহবান করা হয়।
বিক্ষোভ মিছিলটি সাঈদনগর ১০০ফিট হয়ে বারিধারা নতুনবাজার এসে সমাপ্ত হয়।
এমএইচ/